আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্তৃপক্ষের ২য় তলায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। অতঃপর শহিদের স্মৃতির উদ্দেশ্যে কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রধান কার্যালয়সহ নদী বন্দরগুলোর ভবন,স্থাপনা এবং নৌযানগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা এবং জাতীয় পতাকা সজ্জিত করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ২৫ মার্চ গণহত্যার কালরাতে আলোকসজ্জা করা যাবে না। বিআইডব্লিউটিএর ৪টি ইকোপার্ক শিশুদের জন্য বিকাল ৪ ঘটিকায় পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজগুলো এদিন পবিত্র মাহে রমজানের কারণে বেলা ১২টা হতে বেলা ৪ টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এখানে উল্লেখ্য যে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন নদী বন্দরে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করা হয়েছে।